আধুনিক সমাজব্যবস্থা বনাম ইসলামী সমাজব্যবস্থা।
আজ পৃথিবী অশান্ত হয়ে উঠেছে, শান্তি কোথাও খোঁজে পাওয়া যায়না।
সবাই শুধু শান্তি প্রতিষ্ঠার শ্লোগান দিয়ে যুদ্ধ বাধিয়ে দিতে চায়, আসলেই কি যুদ্ধ শান্তির প্রতিক?
আমরা যুদ্ধ নয় শান্তি চাই। শক্তি দিয়ে কাউকে পরাজিত করতে চাইনা, আদর্শ দিয়ে বিশ্ব জয় করতে চাই।
আজ সমাজে অশান্তির মূল কারণ হচ্ছে সমাজব্যবস্থা ধ্বংসের দিকে এগুচ্ছে, যদি ইসলামি সমাজব্যবস্থা কায়েম হতো তাহলে শান্তিময় পৃথিবী আমরা দেখতে পেতাম।
Islam is a complete code of life.
ان الدين عند الله الاسلام
ইসলামি সমাজব্যবস্থা চালু হলে সমাজে ইনসাফ তথা ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।
সকল মানুষ আসলেই শান্তি চায়, কিন্তু শান্তি প্রতিষ্টার পদ্ধতি ভিন্ন!
আসলে ইসলামি আইন বাস্তবায়ন না হলে পৃথিবীর কোন অঞ্চলেই শান্তি প্রতিষ্ঠা লাভ হবেনা।
Islam comes for peace. ইসলাম শান্তির ধর্ম।
আজ কতিপয় নামধারী মুসলিম, নরাধম পশু, চেতনাধারীর কাছেও ইসলাম ভাল লাগেনা, কারণ; ইসলামি অর্থনীতিতে সুদ হারাম, ঘুষ হারাম, মদ-জুয়া হারাম, নারীবাজি হারাম। আর এটা ছাড়া চেতনাধারী ও উন্নতির ধ্বজাধারী মানুষগুলোর লাগেনা আরাম।
শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বত্র ইসলামি শাসনব্যবস্থা ও অর্থনৈতিক সমাজব্যবস্থা চালু করতে হবে।
সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দশের জন্য কাজ করতে হবে।
Learn more Click here
Comments
Post a Comment